পাবনা-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপি প্রার্থী হীরা
নিজস্ব প্রতিবেদক: পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপি প্রার্থী হাসাদুল ইসলাম হীরা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আপিল নিষ্পত্তির প্রথম দিন বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
গত রোববার (০২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইকালে হাসাদুল ইসলাম হীরার মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার জসিম উদ্দিন।
কারণ হিসেবে বলা হয়, উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগপত্র মন্ত্রণালয় গ্রহণ করেনি। বিধায় তিনি এখনও উপজেলা চেয়ারম্যান থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেতে তাই এই বাতিলের বিরুদ্ধে আপিল করেন হীরা।
Spread the love