পাবনা-৩ ভাঙ্গুড়ায় বিএনপি প্রার্থীর গণসংযোগ
ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি : পাবনা-৩ আসনে (ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর) বিএনপি মনোনীত প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম রোববার বিকালে ভাঙ্গুড়া উপজেলায় গণসংযোগ করেন।
সন্ধ্যায় তিনি পৌর সদর শরৎনগর বাজারস্থ ভাঙ্গুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এলে ধানের শীষের শ্লোগানের মাধ্যমে দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।
পরে কর্মীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহবান জানান।
এসময় উপজেলা বিএনপির সভাপতি এড.মজিবর রহমান,সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি শামছুল হক,সাধারন সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।।
Spread the love