পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোট বাতিলের দাবিকে বিএনপির কৌশল বলছেন আওয়ামীলীগ
পাবনা প্রতিনিধি : পাবনা-৪ আসনের উপনির্বাচন নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। নানা অনিয়মের অভিযোগ তুলে পাবনা-৪ আসনের উপ-নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচন বাতিলের দাবী জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনার পাবনায় তাদের সুষ্ঠ নির্বাচনের আশ্বাস দিলেও এই সরকারের আমলে কখনই সুষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি এই প্রহসনের নির্বাচন বাতিলের দাবী জানান।
এর আগে আওয়ামীলীগ প্রার্থী বলেছিলেন, বিএনপি প্রার্থী বুথে তার কোনো এজেন্ট দেননি। তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভোট থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছেন। আর আওয়ামীলীগ নেতারা পাল্টা বক্তব্যে বলছেন, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোট করছেন না, তিনি ভোটারদের সাথে তামাশা করছেন।