পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা-৪ আসনের (আটঘরিয়া-ঈশ্বরদী) বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
স্থানীয়রা জানান, ঈশ্বরদীর আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে পুর্ব নির্ধারিত গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থকরা। এ সময় মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা অতর্কিত তাদের ওপর হামলা চালিয়ে এলোপাথারী কোপায় ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এতে হাবিবসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যরা হলেন, বরকত আলী, রমজান আলী, রিপন হোসেন, বীর আলী, ভোলা প্রামানিক।
ঈশ্বরদীর সহকারি রিটার্নিং অফিসার জানান, খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হামলার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনাটি অনাকাংখিত উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাঠ শান্তিপূর্ন রাখতে আমরা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।