পাবনা-৪ আসনে দলীয় মনোনয়ন তুললেন আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন
নিজস্ব প্রতিবেদক : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় মনোনয়ন তুললেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
আজ শুক্রবার (২৩ আগষ্ট) ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি মনোনয়ন তুলেছেন।
এসময় তার সাথে ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামী লীগ নেতা সুজন, জেলা যুবলীগের সদস্য আহসানউল্লাহ,
আটঘরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম নাছিম, আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Spread the love