পাবনা-৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হাবিব
ডেস্ক রিপোর্ট : ২০৬টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এসব আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। বাকি ৯৪টি আসন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শরিকদের জন্য ছাড়ছে বিএনপি। তাদের তালিকা আগামীকাল শনিবার ঘোষণা করা হবে।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এই তালিকায় পাবনা-৪ (ঈশ্বরদী-অাটঘরিয়া) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা হাবিবুর রহমান হাবিবকে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে।
এই আসনে্ন এর আগে হাবিবুর রহমান হাবিব ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারকে দলীয় প্রার্থী হিসেবে চিঠি দেওয়া হয়।
Spread the love