পাবনা-৪ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন ভূমিমন্ত্রী সহধর্মীনি
নিজস্ব প্রতিবেদক, আটঘরিয়া : শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন তার সহধর্মীনি কামরুন্নাহার শরীফ। তিনি শনিবার (২২ ডিসেম্বর) আটঘরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
আটঘরিয়া পৌরসভা চত্বেরে আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে কামরুন্নাহার শরীফ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আসলেই দেশে উন্নয়ন হয়। দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্ঠি হয়। সেই উন্নয়নের যাত্রা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,লীগ নেতা মোহাঈম্মীন হোসেন চঞ্চল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগের আহবায়ক মোছা: আমেনা আক্তার নীলা, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন, কাউন্সিলর উম্মে কুলসুম আরা বিউটি, পাবনা জেলা পরিষদের সদস্য মোছা. রাশিদা পারভিন, মো: মনিরুজ্জামান পলাশ, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিজুল গাফ্ফার, সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা পান্নু।
অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন বলেন, আটঘরিয়ায় ১৬ কোটি টাকা ব্যায়ে ৫০ সয্যা হাসপাতাল, ফায়ার সার্ভিস, পৌর ভবন, উপজেলা ভবন, রাস্তার উন্নয়ন, স্কুল কলেজের ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সবাইকে ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।