পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ নির্বাচন ২৬ সেপ্টেম্বর

ডেস্ক : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভায় এ উপ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওই সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো: আলমগীর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগ্রহী প্রার্থীরা ২ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৩ সেপ্টেম্বর বাছাইয়ের পর ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। সব শেষে ভোট হবে ২৬ সেপ্টেম্বর।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এ উপ নির্বাচন হবে ব্যালট পেপারে। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোগ্র্রহণ চলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!