পাবনা-৪ উপনির্বাচনে সুষ্ঠ হয়েছে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা-৪ উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
দুপুরে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।
একটি সুষ্ঠু ও শাšিতপুর্ন নির্বাচন জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, এ নির্বাচনে ভোট পড়েছে ২লাখ ৫০হাজার ৬৮৪টি।এর মধ্যে বাতিল ভোট ছিল ২০৭১ টি। ভোট প্রদানের হার ছিল ৬৫ দশমিক ৭৮ শতাংশ।
নৌকা প্রতীকে নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২লাখ ৩৯হাজার ৯শ ৭ ভোট। ধানের শীষ প্রতীকে হাবিবুর রহমান হাবিব ৫হাজার৫৪৮ এবং লাঙ্গল প্রতীকে রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।জামানত বাতিল হয়েছে বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীর।
Spread the love