পাবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচনের আগ মুহুর্তে শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে ছাত্র ধর্মঘটের ডাক
পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন আজ। নির্বাচনের আগ মুহুর্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্ররিয়াল বডির পদত্যাগের দাবীতে অনির্দিষ্টকালের ছাত্র ধমঘটের ডাক দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষক সমিতির নির্বাচন হওয়ারর কথা ছিলো।
এদিকে শিক্ষক সমিতির নির্বাচনের আগ মুহুর্তে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনে তালা দিয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা প্রদানসহ প্রক্টরিয়াল বডির অপসারণ দাবিতে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের আন্দোলনের এই পরিস্থিতিতে শিক্ষক সমিতির নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
Spread the love