পাবিপ্রবি’র ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্ঠার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্ঠার ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
পুলিশ এই ঘটনায় বখাটে আসিফ ইকবাল চিন্ময়কে গ্রেফতার করেছে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে শহরের রাধানগর ডিগ্রী বটতলা এলাকার মহল্লার একটি ছাত্রীনিবাসেনে রাধানগর ডিগ্রী বটতলা এলাকার আমিরুল ইসলামের ছেলে আসিফ ইকবাল চিন্ময় নামের এক যুবক নেশাগ্রস্থ’ অবস্থায় ঢুকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাত ধরে টানাটানিসহ শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই বখাটে ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এসময় ওই ছাত্রী নিবাসের মালেক এসে ওই বখাটে কে তারিয়ে দেয়। রাতেই বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে
অভিযুক্ত আসিফ ইকবাল চিন্ময়কে (২৭) পুলিশ রাতেই গ্রেফতার করেন।
এদিকে এ ঘনার প্রতিবাদে শুক্রবার দুপুরে ক্যম্পাসে সহপাঠিরা বিক্ষোভ করেন এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তার দাবী জানান। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন এবং তারা মানববন্ধন করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগও দাবী করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!