পাবিপ্রবি’র ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্ঠার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্ঠার ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
পুলিশ এই ঘটনায় বখাটে আসিফ ইকবাল চিন্ময়কে গ্রেফতার করেছে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে শহরের রাধানগর ডিগ্রী বটতলা এলাকার মহল্লার একটি ছাত্রীনিবাসেনে রাধানগর ডিগ্রী বটতলা এলাকার আমিরুল ইসলামের ছেলে আসিফ ইকবাল চিন্ময় নামের এক যুবক নেশাগ্রস্থ’ অবস্থায় ঢুকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাত ধরে টানাটানিসহ শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই বখাটে ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এসময় ওই ছাত্রী নিবাসের মালেক এসে ওই বখাটে কে তারিয়ে দেয়। রাতেই বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে
অভিযুক্ত আসিফ ইকবাল চিন্ময়কে (২৭) পুলিশ রাতেই গ্রেফতার করেন।
এদিকে এ ঘনার প্রতিবাদে শুক্রবার দুপুরে ক্যম্পাসে সহপাঠিরা বিক্ষোভ করেন এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তার দাবী জানান। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন এবং তারা মানববন্ধন করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগও দাবী করেন।