পাবিপ্রবির পরিবহন পুলে পাঁচটি নতুন গাড়ির সংযোজন
পিপ (পাবনা) : মুজিব বর্ষ শুরুর প্রারম্ভেই মহান বিজয় দিবসের দিনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি নতুন গাড়ির উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজকে সাথে নিয়ে ফিতা কেটে নতুন গাড়ির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ে একই সাথে পাঁচটি গাড়ির উদ্বোধন পাবিপ্রবি পরিবারের সদস্যদের মনে বিজয়ের দিনের আনন্দ আরো বাড়িয়ে দেয়। এর মধ্যে ৫২ আসনের তিনটি নতুন বাস, একটি মিনিবাস ও একটি মাইক্রোবাস রয়েছে।
পরিবহন প্রশাসক ড. মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ফজলুল হক, শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোঃ সাইফুল ইসলাম, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান, গেস্ট হাউজ প্রশাসক ড. হাসিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. মোঃ হাবিবুল্লাহ, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।
গাড়ি উদ্বোধন শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয় এবং উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সকলকে নিয়ে নতুন গাড়িতে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়।