পাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর’র পদত্যাগ কয়েক মিনিট পরেই প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম পদত্যাগ পত্রে স্বাক্ষর করে কয়েক মিনিট পরে আবার তা প্রত্যাহার করেছেন।
বুধবার বেলা ১২ টার দিকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পদ ত্যাগপত্র জমা দিলেও কয়েক মিনিট পরে সেটা প্রত্যাহার করে নেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
পাবিপ্রবির প্রো-ভিসি ড. আনোয়ারুল ইসলাম জমা দেওয়া পদেত্যাগ পত্রে বলেন, তিনি গত ২০১৬ সালের ১৬ অক্টোবর থেকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কাজের উপযুক্ত পরিবেশ না থাকাই তিনি উক্ত পদ থেকে পদত্যাগ করছেন।
এ ব্যাপারে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেও পরে সেটা প্রত্যাহার করে নিয়েছি।
Spread the love