পাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রায় ৭৪ ভাগ শিক্ষার্থী ফেল
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ৭৪ ভাগ শিক্ষার্থীই ফেল করেছে। পাশের হার ২৬ দশমিক ২৮। একই সাথে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৪ হাজার ভর্তি ফরম উত্তোলন করলেও পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭১ ভাগ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিনিয়র শিক্ষক বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম ভর্তি পরীক্ষায় এতো কম সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হলো।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কমিটি অতিরিক্ত রেজিস্ট্রারের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় পাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানান, আমরা যখন ভর্তি হই, ওই বছরেও পাশের হার অনেক ভাল ছিল। এতো ছাত্র কখনোই ভর্তি পরীক্ষায় ফেল করেনি। বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের জন্যে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তারা দাবী করেন।