পিসিবির কাছে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে কানেরিয়ার আবেদন
স্পোর্টস: আজীবনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে চিঠি দিয়েছেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই ঘটনায় নতুন করে পিসিবির কাছে আবেদন করেছেন, যেন নিষেধাজ্ঞা উঠিয়ে তাকে খেলতে দেওয়া হয় ঘরোয়া ক্রিকেট।
অনেক দিন ধরেই কানেরিয়ার আকুতি, ক্রিকেটে আবারও ফিরতে চান তিনি। সেটি ঘরোয়া ক্রিকেটে হলেও মন্দ নয়। সম্প্রতি একটি চিঠিতে পিসিবি প্রধান এহসান মানিকে এমনই আবেদন করেছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের হয়ে তার আইনি প্রতিষ্ঠানই এহসান মানিকে অনুরোধ করেছেন, যেন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় কানেরিয়ার।
২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে গিয়ে স্পট-ফিক্সিংয়ের ঘটনায় ২০১২ সালে আজীবনের জন্য নিষিদ্ধ হন কানেরিয়া। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে অভিযোগ স্বীকার করে নেন। যদিও অনেক বারই তিনি বলেছেন, মোহাম্মদ আমির, সালমান বাটরা একই কাজ করে খেলার অনুমতি পেলে তার বেলায় কেনও নয়।
নিজের বেলায় তেমনটি না হওয়াকে অন্যায় হিসেবেই দেখছেন কানেরিয়া। কারণ এই একটি দক্ষতার মাধ্যমেই জীবন চালাতে পারতেন তিনি!