পুলিশ সবসময় জনগণের বন্ধু হয়ে কাজ করবে: পাবনার নবাগত পুলিশ সুপার
এ সময় পুলিশ সুপার আরো বলেন, দেশ ও সমাজ থেকে সকল অপকর্ম, মাদকদ্রব্য, সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভুমিকাও অতুলনীয়। কারণ পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এ সময় তিনি পাবনায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, আহমেদ উল হক রানা, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, পাবনার এই নবাগত পুলিশ সুপার এর আগে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নতুন বছরের শুরুতে শুক্রবার (০১ জানুয়ারী) বিকেলে দায়িত্ব অর্পিত হওয়ার দ্বিতীয়দিনে সর্বপ্রথম পাবনার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন।
#