পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন পাবনার অতিরিক্ত পুলিশ শামীমা আক্তার
পিপ (পাবনা) : পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন পাবনার অতিরিক্ত পুলিশ শামীমা আক্তার। তিনি পাবনা জেলা পুলিশে (ডিএসবি ও প্রশাসন) এর অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার, সূজানগর সার্কেল জনাব ফরহাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এ ছাড়া ঐ চিঠিতে আরও ৬৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ পাবনা জেলা পুলিশ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সম্পাদক সৈকত আফরোজ আসাদ তাকে অভিনন্দন জানিয়েছেন।
Spread the love