পূর্ব শত্র“তার জের ধরে মুকুলসহ লিচু গাছ কেটে দিয়েছে দূর্বত্তরা
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : ৮ মার্চ রবিবার রাতের কোন এক সময় পূর্ব শত্র“তার জের ধরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের সেকেরদাইড় গ্রামের এনামুল মাষ্টারের লিচু বাগানে লিচুর মুকুলসহ বিরাট একটি গাছ কেটে দিয়েছে দূর্বত্তরা।
গাছ কেটে সেখানে আবার চিরকুট ঝুলিয়ে রেখে গেছে। তাতে লেখা রয়েছে এই গর্ত জেনো কাল বন্ধ হয়। না হলে ভাল হবে না। আহবানে-pp.|
এ ব্যাপারে এনামুল মাষ্টার বলেন, এই এলাকার মানুষজন দীর্ঘ বছর ধরে আমাদের জমি ও লিচু বাগানের ভেতর দিয়ে যাতায়াত করে কিন্তু সেই রাস্তার পাশের গাছ গুলোতে পর্যাপ্ত পরিমানে মুকুল ধরেছে। যা রক্ষা করার জন্য নিজের জমির ভেতর দিয়ে মানুষ চলাচলের রাস্তায় ভুডভুডি চলাচলের উপযোগী জায়গা রেখে সামান্য গর্ত করে দিলে তা নিয়ে প্রতিবেশী ওহাব, পিতা রশিদ আল ও নজরুল, পিতা সাধু এর সাথে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে কাপরুষতা করে হয়ত কোন এক সময় অন্যায়ভাবে তারা লিচুর গাছ করাত দিয়ে কটে ফেলে।
আমি লিচুর মুকুলসহ গাছ কাটার জন্য তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করছি। স্থানীয় যুবলীগ নেতা আলম মোহাম্মদ বিষয়টি রীতিমত অন্যায় বলে স্বীকার করে ঘটনার জন্য নিন্দা জানান।