পেট্রোল পাম্প, ট্যাঙ্কলরি মালিক ও শ্রমিকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, পাবনা : কমিশন বৃদ্ধি, পুলিশের হয়রানী বন্ধ ও লরি শ্রমিকদের দুর্ঘটনা বীমা চালুসহ ১৫ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে চলছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক ও শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা।
এদিকে সারাদেশের ন্যায় পাবনাতেও সব পেট্রোলপাম্প বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রল পাম্প শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন জ্বালানি ব্যবহারকারীরা। জ¦ালানি নিতে এসে খালি নিয়ে ফিরে গেছেন অনেকেই। জানা যায়, বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের ডাকা ধর্মঘটে সাড়া দিয়ে পাবনার ৯টি উপজেলায় সব পাম্পের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ধর্মঘটের ফলে একদিকে যেমন বিপাকে পড়েছেন গাড়ি চালকরা অন্যদিকে বিপাকে পড়েছেন কৃষকরা।
এদিেেক বোরো মৌসুম ও শীতকালীন সবজি চাষের সময়ে জ্বালানি তেল না পেলে জমিতে সেচকাজ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সবজি পরিবহণ করতে না পারলে চরম লোকশানে মুখে পড়তে হবে কৃষকদের।
এদিকে পেট্রোলপাম্পে তেল না পেয়ে খুচড়া ব্যবসায়ীরাও আগে ভাভেই পাম্প থেকে তেল তুলে বেশী নামে বিক্রি করছেন।