পোল্যান্ড সীমান্তের কাছে সামরিক প্রশিক্ষণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলা
বিদেশ : ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বাইরে পোল্যান্ড সীমান্তের কাছে একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। লভিভ থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সামরিক প্রশিক্ষণকেন্দ্রটিতে হামলা হয় বলে জানা গেছে। গতকাল রোববার ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ইউক্রেনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটস্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলা হওয়ার কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টও দিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার বাহিনী এখন পর্যন্ত কেন্দ্রটিতে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ তবে হামলায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্ত থেকে ইউক্রেনের ভেতরে মাত্র ছয় মাইল দূরে ইয়াভোরিভ জেলায় সামরিক ঘাঁটিটি অবস্থিত। হামলার পর এলাকাটি থেকে কালো ধোঁয়ার কু-লী উঠতে দেখা গেছে।