প্রকাশ পেল আগামীকাল’র ফার্স্ট লুক
বিনোদন: পরিচালক অঞ্জন আইচের পরবর্তী সিনেমা ‘আগামীকাল’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑজাকিয়া বারী মম, ইমন, সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ, টুটুল চৌধুরীসহ অনেকে।
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এ চলচ্চিত্রের ফার্স্ট লুক বা প্রথম ডিজিটাল পোস্টার। ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে বর্তমানে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার অপেক্ষায় আছে।
আগামী শরতের মাঝামাঝিতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। এর আগে আনুষ্ঠানিকভাবে এর চারটি গান মুক্তি পাবে। গানের কথা লিখেছেন অঞ্জন আইচ। এ ছাড়া একটি রবীন্দ্রসংগীত ব্যবহার করা হয়েছে। প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীতায়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ প্রমুখ।
Spread the love