প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সাঁথিয়ায় কৃষক বিনোদন অনুষ্ঠান
পাবনা প্রতিনিধি: পাবনা সাঁথিয়া উপজেলায় ধুলাউড়ী ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ৭৫তম জন্মদিন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কৃষক বিনোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আজ বিকেল ধুলাউড়ী স্কুল মাঠে কৃষক কৃষাণীদের নিয়ে ১০টি ইভেন্ট খেলে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বরাষ্ট মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ এ্যাডঃ শামসুল হক টুকু।
বক্তব্য বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে হবে, তা না হলে নতুন প্রজন্ম শিখতে পারবে না, তারাই আগামীর ভবিষ্যৎ। তাই বেশি বেশি দেশীয় খেলাধুলা প্রাধান্য দিতে হবে, তাহলেই আজকের আয়োজন সার্থক হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ধুলাউরি ইউপি চেয়ারম্যান জরিপ আহমেদ মাষ্টার, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুর রহমান বাচ্চুসহ স্থনীয় আওয়ামী লীগের নেতাকর্মী’রা । অনুষ্ঠন শেষে বিজয়ীদের হাতা অতিথিবৃন্দ’রা পুরুস্কার তুলে দেন।