শেখ হাসিনা বাংলাদেশের প্রতিকৃতি: সাঁথিয়ায় টুকু
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড.শামসুল হক টুকু এমপি বলেছেন, বাংলাদেশ মালোশিয়া ও সিংঙ্গাপুরের চেয়ে উন্নত হবার পথে। গত দশ বছরে শেখ হাসিনা সরকার দেশের ব্যাপক উন্নয় সাধন করে বিশ্বে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব প্রদান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিকৃতি।
তিনি বলেন, ১১ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার জননীর স্বীকৃতি পেয়েছেন।
আজ সোমবার দুপুরে পাবনার সাঁথিযা উপজেলার বনগ্রাম কলেজে প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনসুর আলম পিনচুর পরিচালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, শ্রী কার্তিক চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জনি, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাছেদ গালিব, আওয়ামীলীগ নেতা জয়নুল আবেদীন, ছাত্রলীগ নেতা ছানা ও আকাশ প্রমূখ।