প্রবীণ সাংবাদিক ভাষাসৈনিক আনোয়ারুল হক আর নেই
নিজস্ব প্রতিবেতদক, পাবনা : মফস্বল সাংবাদিকতার পথিকৃত, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ভাষাসৈনিক আনোয়ারুল হক (৭৮) আর নেই। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫ মিনিটে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আনোয়ারুল হক বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। বুধবার (৩০ জানুয়ারি) বাদ যোহর শহরের ঐতিহ্যবাহি চাঁপা মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে সদরের আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ভাষা আন্দোলনেও রেখেছিলেন গুরুত্বপুর্ন ভূমিকা। তার মৃত্যুতে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আর নেই