প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় নিহত উইং কমান্ডার দীপুর জানাযা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ জেট ফাইটার বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর জানাযা সম্পন্ন হয়েছে। জানাযা শেষে তার মরদেহ বিমান বাহিনীর তত্বাবধানে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সামরিক কবরস্থানে দাফন করা হবে।
নিহত উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের একমাত্র ছেলে।
শনিবার দুপুর ১২টার সময় উপজেলার জগন্নাথপুর মাদরাসা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।তার নামাজে জানাযায় বিমান বাহিনীর এয়ার কমোডর মোঃ ইউসুফ আলী, উইং কমান্ডার তোহিদ আলম, পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হোসেন ভূঁইয়া ও পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।