প্রানে বেচে গেলেন শানু

বিনোদন: সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শানারেই দেবী শানু। আজ সকাল ৮টার দিকে সাভারের আমিনবাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অভিনেত্রীর বহনকারী মাইক্রোবাস। ঢাকা থেকে মানিকগঞ্জে একটি শুটিং স্পটে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে শানু বলেন, ‘বড় বাড়ি’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ের জন্য মানিকগঞ্জ যাচ্ছিলাম। গাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একটি ধাক্কায় চমকে উঠি। আমিনবাজারে আমাদের চলন্ত গাড়িকে একটি ট্রাক সজোরে আঘাত করে।
মাইক্রোবাসসহ সামনে থাকা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে আমি আর ড্রাইভার ছিলাম।
গাড়ির পেছনের দিকে না বসায় ভয়াবহ ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। শুধুমাত্র বুকে ব্যথা পেয়েছি। ঘাতক ট্রাক চালককে পুলিশ আটক করেছে। এই ধরনের অপরিপক্ব, লাইসেন্সবিহীন চালকদের অদক্ষতার জন্য প্রতিনিয়ত কত দুর্ঘটনা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উল্লেখ্য, ২০০৫ সালে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শানুর। নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করছেন তিনি। গেল বছর ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নিজের নাম লেখান। এবারের বইমেলায় এসেছে শানুর দুটি বই। একটি শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ এবং অন্যটি উপন্যাস ‘একলা আকাশ’। বই দুটি অনন্যা এবং তা¤্রলিপি প্রকাশনায় পাওয়া যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!