প্রিন্সেসের প্রধানমন্ত্রীর প্রার্থীতা নিয়ে–
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি রাজনৈতিক দল প্রিন্সেস উবলরতœার প্রধানমন্ত্রী প্রার্থীতার প্রতি নিষেধাজ্ঞার নির্দেশ মেনে নেয়ায় সম্মত হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে বলা হয়, এই পদের জন্য আগ্রহ ব্যক্ত করার মাত্র একদিনের ব্যবধানে এ নাটকীয় পরিবর্তন ঘটেছে। খবর এএফপি’র। এক বিবৃতিতে বলা হয়, ‘থাই রাকসা চার্ট পার্টি রাজপরিবারের নির্দেশ মেনে নিয়েছে।’ রাজা ও রাজপরিবারের সকলের কথায় বিনয়ের সঙ্গে মেনে নিয়েছে এই থাই পার্টি।
Spread the love