প্রিন্স এমপি’র নিজ তহবিল থেকে ১২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান
মিজান তানজিল,(পাবনা): পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর পৌর এলাকার ২৩শত ৫০ জন অসহায়,হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
গত শুক্রবার বিকেলে তার নিজস্ব তহবিল হতে পৌর এলাকার কলাবাগান মাঠপাড়া,আটুয়া মক্তব কুটিপাড়া বিএডিসি মাঠ, হাউসপাড়া স্কুল মাঠে ১১শত ৫০ জনের মাঝে ৫শত করে ৫লক্ষ ৭৫ হাজার টাকা ও শনিবার বিকেলে কৃষ্ণপুর মক্তব, ডেলিভারি হাসপাতাল, দেওয়ান বাড়ি মাঠে, পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১২০০ অসহায় দুস্থ পরিবার এবং সবুজ বাহিনী কুলি থানা অনুমোদিত রাত্রিকালীন রিক্সা চালকদের মাঝে ৫ শত করে ৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ নিয়ে গত দু’দিনে মোট ২৩ শত ৫০ জনের মাঝে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি,জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু,ফিরোজ খান সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।