প্রেমিকার ওড়নায় ফাঁস নিল পলিটেকনিকের শিক্ষার্থী
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রেমিকার ব্যবহৃত ওড়নায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ফাহিম ফয়সাল নামে এক কিশোর। রোববার দিবাগত রাতে ফেসবুকে স্টাটাস দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। সরকারি পলিটেকনিকের ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ১৮ বছর বয়সী এই কিশোর প্রেম ঘঠিত কারণে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মৃত ফাহিম ফয়সাল নাটোর জেলার বড়াইগ্রামের পারকালো গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
ফাহিম ফয়সালের ফেসবুক পোষ্ট থেকে জানা যায়, মিত্তিকা নামে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিলো তার। এসময় ওই কিশোরী ফাহিমকে তার ব্যবহৃত একটি ওড়নাও দেয়। এই সম্পর্কে বিশ্বাস ভাঙার অভিযোগে মিত্তিকাকে দায়ী করে তার দেয়া ওড়নায় গলায় ফাঁস দেয় ফাহিম।
গলায় ফাঁস নেয়ার আগে ওই শিক্ষার্থী তার মাকে যথাসময়ে ঔষধ খাওয়ার পাশাপাশি ক্ষমা করে দেয়ার অনুরোধ জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, প্রেম ঘটিত কারণে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায়পলিটেকনিকের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফাহিম ফয়সাল। ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থীরা হট লাইন ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তার করা হবে।