প্রেম বিষয়ে খোলামেলা তাপসী পান্নু
বিনোদন: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। পিংক, নাম শাবানা, মূল্ক সিনেমায় অভিনয়ের পর বলিটাউনেও এখন তিনি পরিচিত মুখ। অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে প্রেম করছেন তাপসী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তাপসী পান্নু বলেন, ‘প্রেমের বিষয়ে লুকানোর চেষ্টা করিনি। আমার জীবনে কারো উপস্থিতির বিষয়টি আমি গর্বের সঙ্গেই স্বীকার করি। কিন্তু খবরের শিরোনাম হবে এজন্য এই বিষয়ে কোনো কথা বলি না। কারণ অভিনেত্রী হিসেবে আমার সকল কৃতিত্ব এই বিষয়ের কাছে চাপা পড়ে যাবে।
আমি এত বছর ধরে কঠোর পরিশ্রম করে সব অর্জন করেছি। আমি তা হতে দিতে পারি না।’ এই অভিনেত্রী আরো বলেন, ‘আমার জীবনে বিশেষ একজন আছে সেটি আমার পরিবার ভালোভাবেই জানে। আমার পছন্দের মানুষকে বোন, বাবা-মা পছন্দ করবে, এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তাছাড়া এই সম্পর্ক টিকত না। মাঝে মাঝে কৌতুক করে আমার বিশেষ মানুষকে বলি, ‘যদি মা-বাবা রাজি না হয়, তাহলে আমার মনে হয় না এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে।’ এই সাক্ষাৎকারে তাপসীর সঙ্গে তার মা নির্মলজিৎ পান্নুও ছিলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, তাপসীর ওপর আমাদের পুরোপুরি আস্থা আছে। সে যাকে পছন্দ করবে তাকেই আমরা মেনে নিব।
আমরা তাকে সব রকম সহযোগিতা করব।’ ২০১০ সালে তেলেগু ভাষার ঝুমানড়ি নাদাম সিনেমার মাধ্যমে রুপালি জগতে তাপসীর অভিষেক ঘটে। পরের বছরই আড়ুকালাম সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান তিনি। ২০১২ সালে চশমে বাদ্দুর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। তবে ২০১৬ সালে বলিউডের পিংক সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান এই অভিনেত্রী। তাপসীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ধাপ্পড়।