প্রেম-ভালোবাসার অতীত বললেন মিম
বিনোদন: প্রেম-ভালোবাসা চিরন্তন। দেবদাস-পার্বতী, লাইলী-মজনুসহ অসংখ্য কালজয়ী প্রেমিক যুগল ইতিহাস সৃষ্টি করেছেন। সমাজের অন্য নারী-পুরুষের মতো তারকাদের জীবনও প্রেম-ভালোবাসার বাইরে নয়।
অনেকে লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের প্রেমে পড়েছেন, আবার তিনিও কারো কারো প্রেমে পড়েছেন। মিম তার জীবনে ঘটে যাওয়া প্রেম-ভালোবাসার অতীত তুলে ধরে বলেন, ‘স্কুলজীবনে মিডিয়ার সঙ্গে যুক্ত হই। কলেজে তেমন একটা যাওয়া হয়নি। স্কুলের কয়েকজন বন্ধু ছিল। আর এখন যাদের সঙ্গে কাজ করি তারা সবাই সিনিয়র। তাদেরকে নিয়ে প্রেমের বিষয়ে কখনো ভাবিনি। মিডিয়া ক্যারিয়ারের এই সময়ের মধ্যে কখনো কাউকে ভালো লাগেনি।
কিন্তু পছন্দ হয়েছে তবে প্রেম করার জন্য নয়। যেমন: আমি নোবেল ভাইকে খুব পছন্দ করি। তাকে দেখতে ভালো লাগে, তার ব্যক্তিত্ব সব কিছু ভালো লাগে কিন্তু প্রেম করার জন্য নয়।’ তিনি আরো বলেন, ‘তারকা হওয়ার পর অনেকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। আমার বাসার নিচে অনেক ফুলের তোড়া এসেছে। অনেক মানুষ আছেন যারা হুট করেই বাসায় চলে আসেন।
এরপর মা দাড়োয়ানকে বলে দিয়েছে অপরিচিত কেউ যেন বাসায় না আসে। একদিন এক ঘটনা ঘটেছে- এক ছেলে আমার বাসায় চলে আসে আমাকে প্রেমের প্রস্তাব দেয়ার জন্য। আমি তার সামনে যাওয়ার পর সে আর আমার দিকে মাথা উঁচু করে তাকাতেই পারেনি।
ছেলেটি খুব লজ্জা পেয়েছিল। এটা আমার খুব মনে পড়ে।’ লাক্স তারকা বিদ্যা সিনহা মিম নিয়মিত টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করছেন। তবে তিনি এখন বড় পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ত।