ফরিদপুরে মরহুম জাকেরুল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া চ্যাম্পিয়ন
সানরাইস স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিঘুলিয়া হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনাল খেলার নির্ধারিত সময় গোল শুন্য ড্র হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার, ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, হাদল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বৃলাহিড়ীবাড়ী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, ডেমড়া ইউপি চেয়ারম্যান জুয়েল রানা প্রমুখ।
পরে পুংগলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার সুমনের সৌজন্যে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ ও রানারআপ দলের হাতে মনিটর তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, গত ৪ জুন থেকে শুরু হওয়া নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার আটটি দল অংশ নেয়। পুংগলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জাকেরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে তারই সন্তান বর্তমান চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার সুমন এই টুর্নামেন্টের আয়োজন করেন।