ফারিয়ার থার্টিফার্স্ট পার্টি হবে কলকাতায়
বিনোদন: ঢালিউড ও টলিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া এবারের থার্টিফার্স্ট পার্টি করবেন কলকাতায়। পুরনো ইংরেজি বর্ষ বিদায় আর নতুন বছর বরণকে ঘিরে শহরটির কুলিজপাড়ার দুর্গাভাসানে এ বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের নুসরাত ফারিয়াসহ টলিউড ও মুম্বাইয়ের বেশ কয়েকজন তারকা থাকবেন।
বিষয়টি নিয়ে ফারিয়াবলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় যাব। কিছু কাজও আছে সেখানে। এগুলো শেষ করে থার্টিফার্স্ট নাইটের পার্টিতে অংশ নেব। রাত সাড়ে ১১টায় আমি মঞ্চে উঠব।’
এদিকে সম্প্রতি নুসরাত ফারিয়া অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ চলচ্চিত্রে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ছবিটির কাজ আপাতত বন্ধ আছে।
ফারিয়া জানান, ২০-২৫ শতাংশ কাজ শেষ হলেই ছবিটি শুটিং পর্ব শেষ হবে। নির্বাচন শেষে বাকি কাজ সম্পন্ন হবে। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
সিনেমার শুটিংয়ের ফাঁকে শাকিব-ফারিয়ার প্রথমবারের মতো কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রে। বাংলালিংকের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।