ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে পাবনাবাসীর সমাবেশ

পিপ (পাবনা) : দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। বাদ যাচ্ছেন না নারী, শিশু এমনকি বৃদ্ধরাও। ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ করেছে পাবনাবাসী গতকাল বৃহস্পতিবার বাদ যোহর পাবনা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় নাগরিকদের পাশাপাশি যোগ দিয়েছিলেন পাবনার কর্মরত সাংবাদিকরা। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এস এম আদনান উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাবনা রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশের প্রধান সম্বনয়ক জুবায়ের খান প্রিন্স,প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি মুশফিক পারভেজ,পাবনা পৌর ছাত্রলীগের নিবির হাসান জয়,পাবনা জেলা ছাত্রদলের রেজওয়ানুল জান্নাত আকাশসহ প্রমুখ।

এ সময় বিক্ষোভ সমাবেশের সভাপতি এবি এম ফজলুর রহমান বলেন “ইসরায়েল একটি বর্বর জাতি তাদের নারকীয় হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে,আমরা মুসলিম জাতি হিসাবে ফিলিস্তিনিদের পাশে আন্তরিক অবস্থান করছি ও মহান রাব্বুল আলামিনের দরবারে ইহুদীদের দৃষ্টান্ত শাস্তির জন্য দোয়া প্রার্থনা করছি। পরিশেষে ফিলিস্তিনিবাসীর সুরক্ষা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!