ফেসবুক চালানো নিয়ে ঝগড়া স্বামী-স্ত্রীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি : মোবাইল ফোনে ফেসবুক চালানো নিয়ে ঝগড়ার জেরে পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রী  কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছেন।
উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার মানপুর গ্রামের মানিক হোসেনের মেয়ে মারিয়া খাতুন (১৮) ও তার স্বামী কল্যানপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর ছেলে রাকিব ব্যাপারী (২৫)।
পরিবারের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ সিদ্দিকুল ইসলাম বলেন, বছর খানেক আগে তাদের বিয়ে হয়। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোন ও ফেসবুক চালানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। ওই রাতেই স্বামীর ওপর অভিমান করে মারিয়া বিষপান করেন। স্বজনো তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।  চিকিৎসার পর মারিয়াকে বাড়ি  নিয়ে আসেন স্বজনরা। শনিবার দুপুরে মারিয়া খাতুন আবার অসুস্থ্য হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
ওইদিন মারিয়ার স্বামী রাকিব ব্যাপারী  স্ত্রীকে তার শ্বশুরবাড়ি নিয়ে দাফন সম্পন্ন করেন। স্ত্রীর শোক সইতে না পেরে রাকিব ব্যাপারী শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ার পর গুরুতর অসুস্থ্য হলে স্বজনেরা তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ নভেম্বর) ভোররাতে রাকিবের মৃত্যু হয়।
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!