‘ফ্যামিলি ক্রাইসিস’-এ ব্যস্ত থাকবেন রুনা খান
বিনোদন: রুনা খান গত মাসেই শিডিউল দিয়ে রেখেছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। সেই অনুযায়ী এ অভিনেত্রীকে আগামি ১৩, ১৪ ও ১৫ই জানুয়ারি টানা তিনদিন রাজের নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে। রুনা খান বলেন, রাজের নির্দেশনায় এর আগে আমার কাজ করা হয়ে ওঠেনি। রাজ নিঃসন্দেহে একজন দক্ষ নির্মাতা। আশা করছি তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা ভালোই হবে। এদিকে এই অভিনেত্রী এরইমধ্যে জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে কাজ করেছেন। বিদেশগামী যাত্রীরা যেন সঠিকভাবে সব পন্থা জেনে বিদেশ যান সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে এতে। এটি নির্মাণ করেছেন ফারুক আহমেদ টিটু।
অন্যদিকে নিজের জন্মদিনে এবার একটু অন্যরকম পরিকল্পনা ছিলো রুনা খানের। দিনটিকে ব্যতিক্রমী করে তোলার লক্ষ্যে প্রায় একমাসেরও বেশি সময় আগে পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ তার শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়ার কারণে নিজেই সেই পরিকল্পনা থেকে দূরে সরে দাঁড়ান। আর বিগত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় যাবৎ তিনি নিজেকে শাশুড়ির সেবাতেই ব্যস্ত রেখেছেন। কিন্তু তারপরও আজ রুনা খান তার জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভালো ভালো নাটক-সিনেমায় যেন অভিনয় করতে পারেন।