বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি ‘লাইগার’

বিনোদন: মুক্তি পেয়েছে বিজয় দেবরকোন্ডা ও অনন্যা পান্ডে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাইগার’। তবে বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি এই সিনেমা। পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’ বিশ্বব্যাপী ২৪.৫ কোটি রুপি আয় করেছে। অন্ধ্রবক্সঅফিস ডটকম জানিয়েছে, তেলেগু ভাষায় প্রথম দিন সিনেমাটির আয় ১৫ কোটি রুপি। অন্যদিকে হিন্দি সংস্করেণ এটির আয় ৫ কোটি রুপি, যা প্রত্যাশার তুলনায় কম। শুরু থেকেই আলোচনায় ছিল ‘লাইগার’। সিনেমাটির টিজার ও ট্রেইলার দর্শকের মাঝে সাড়া ফেলেছিল। কিন্তু গত বৃহস্পতিবার মুক্তির পর দর্শক-সমালোচনাকদের কাছ থেকে সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বলিউড বক্স অফিসে এখন বেহাল দশা চলছে। সম্প্রতি মুক্তি পাওয়া একের পর এক সিনেমা ফ্লপের খাতায় নাম লেখাচ্ছে। এর মধ্যে বিজয়ের এই সিনেমা নিয়ে আশার আলো দেখেছিলেন বক্স অফিস বিশ্লেষকরা। কারণ সিনেমাটির মাধ্যমে বলিউডে নাম লেখালেন এই অভিনেতা। এর আগে গুঞ্জন ওঠে, ‘লাইগার’ সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির জন্য ২০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে একটি অনলাইন স্ট্রিমিং সাইট। পরে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই খবরের একটি স্ক্রিনশট প্রকাশ করেছিলেন বিজয়। ক্যাপশনে লেখেন, ‘খুবই কম। আমি প্রেক্ষাগৃহ থেকে এর চেয়ে বেশি আয় করব।’ স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এটি প্রযোজনা করেছেন করন জোহর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!