বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণ আমাদের দৃঢ় প্রত্যয়–টুকু এমপি
নিজস্ব প্রতিবেদক, সাঁথিয়া : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকুু এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণই আমাদের দৃঢ় প্রত্যয়।
তিনি বাঙালি জাতিস্বত্তা প্রতিষ্ঠার পুরেরাধা পুরুষ। স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের শ্রেষ্ঠ ফসল। মুজিববর্ষ পালনের জন্য জাতিসংঘের সিদ্ধান্তে প্রমানিত বঙ্গবন্ধুই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নেতা। নতুন প্রজন্মকে মুজিব আদর্শে অনুপ্রানিত করতে হবে।
শনিবার পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা হাসান আলী খান,আলহাজ¦ রবিউল করিম হিরু, অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, ভাইস চেয়াম্যান সোহেল রানা খোকন প্রমুখ।
এর আগে নানাধর্মী প্লাকার্ডসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।