বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে এমপি প্রিন্স’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

দিনটির প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলি অর্পণ করেন তিনি। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, সাধারন সম্পাদক প্রদীপ সাহা, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম,্ এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!