বছরে মেসির বেতন ৩০০ কোটি টাকা
স্পোর্টস: বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এসে কত বেতন পান লিওনেল মেসি? তা জানতে ভক্তদের উৎকণ্ঠার শেষ নেই। তাদের সেই ভাবনার এবার পরিণতি ঘটাল ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ। পিএসজিতে তিন বছরের চুক্তিতে মেসির বেতনের অঙ্ক প্রকাশ করেছে তারা। যেখানে বলা হয়েছে, বোনাস ছাড়াই প্রথম দুই বছর ৩ কোটি ইউরো করে পাবেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকার বেশি। তবে শেষ বছরে এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ৪ কোটি ইউরোতে। তাতে তিন বছরে মোট প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পাবেন মেসি, যা ক্লাব সতীর্থ নেইমারের বেতনের সমান। কয়েক মাস আগেই পিএসজির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করেছেন নেইমার। তবে বছর পেরনোর সঙ্গে সঙ্গে কমতে থাকবে তার বেতনের অঙ্ক।
Spread the love