বছর শেষেও মেহজাবীন
বিনোদন: চলতি সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবীন। সমসাময়িক অন্যান্যের চেয়ে ব্যস্ততায় বরাবরই এগিয়ে রয়েছেন। বছরের প্রায় পুরোটা তিনি ব্যস্ত ছিলেন একক নাটক-টেলিছবি নিয়ে। বছর শেষেও প্রশংসায় ভাসছেন। মহান বিজয় দিবসে ‘বাবা আসবেন’ শিরোনামের একটি নাটকে তাকে দেখা যায়। এটি নির্মাণ করেন হাবিব শাকিল। এটিতে তিনি অভিনয় করেন একজন ভিকটিম নারীর চরিত্রে। বৈচিত্র্যময় এই চরিত্র দিয়ে বেশ আলোচনায় আসেন মেহজাবীন। এ ছাড়া বছরের শেষ সময়েও শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। সমপ্রতি তিনি শেষ করলেন ‘শুভ্রা কাহন’ শিরোনামের একটি নাটকের কাজ। সজীব মাহমুদের নির্দেশনায় এই নাটকে তিনি ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন। এ ছাড়া অংশ নেন মোহন আহমেদের নির্দেশনায় জোভানের বিপরীতে আরেকটি নাটকের শুটিংয়ে। মেহজাবিন বলেন, আমার সকল ব্যস্ততা চলছে নাটক নিয়েই। এরইমধ্যে কয়েকটি নাটকের কাজ শেষ করলাম। আরো কয়েকটি নাটকের কাজ শিগগিরই শুরু করবো। এই বছর আমি একটু বেছে বেছে অভিনয় করার চেষ্ট করছি। নাটকের গল্প ও চরিত্রের দিকে আমি এখন বেশ মনোযোগী। নতুন বছরেও এই ধারাবাহিকতা ধরে রাখবো।