বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে মুজিববর্ষ উদযাপন
নিজস্ব প্রতিবেদক, চাটমোহর : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মুজিববর্ষ উদযাপন করেছে পাবনার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ।
বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নৃত্য, গান, ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসহক আলি মনিক, আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, পৌর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম সহ আরো অনেকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা গান, নৃত্য, ক্রীড়া প্রতিযোগীতা পরিবেশন করেন।