বাংলাদেশের অগ্রযাত্রায় সমর্থন রাখবে ইইউ

ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিবৃতিতে বাংলাদেশের অগ্রযাত্রায় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে ভোটারদের উৎসাহ-উদ্দীপনা ও বিরোধী দলের অংশগ্রহণকে স্বাগত জানানো হলেও নির্বাচনকেন্দ্রিক সহিংসতার সমালোচনা করা হয়। বিবৃতিতে ইউরোপীয় দেশগুলোর ওই জোটের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের বিভিন্ন অভিযোগ পূর্ণাঙ্গ-যথাযথ ও সুষ্ঠুভাবে খতিয়ে দেখার তাগিদ দেওয়া হয়েছে। বিগত দশ বছরে প্রথমবারের মতো ভোটারদের উৎসাহউদ্দীপনা আর বিরোধী দলের অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে। বলা হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। তবে নির্বাচনের দিনের সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সামগ্রিক নির্বাচনি প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা ছিল এবং নির্বাচনি প্রচারণা ও ভোট প্রদান বাধাগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষকে এখন অনিয়মের অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখতে হবে এবং পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে। এতে ‘জনগণের স্বার্থ রক্ষায় গণতন্ত্র, মৌলিক অধিকার ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখা’র প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!