বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্বে সমৃদ্ধ হচ্ছে-রেজাউল রহিম লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের দুর্বার উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমানতালে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার আদর্শ জাতি গঠনে নতুন প্রজন্মকে সুশিক্ষা দিচ্ছে। পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নানা কর্মসুচী গ্রহন করেছে। সুশিক্ষা প্রতিষ্ঠিত হলে উন্নয়ন টেকসই হবে। সরকারের পাশাপাশি অভিবাবকদেও দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্বে সমৃদ্ধ হচ্ছে।

শুক্রবার পাবনার দোগাছি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের গভণিং বডির সভাপতি মো. আলতাব হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মেনহাজ উদ্দিন, এ্যাড. খন্দকার আব্দুর জাহিদ রানা, সহকারী অধ্যাপক হুমাযুন কবির আকতার, আব্দুল হালিম বাচ্চু প্রমূখ।

উল্লেখ্য, এই ক্রীড়া প্রতিযোগীতা- দোগাছি স্কুল এন্ড কলেজ, দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দোগাছি জাগরনী সংঘের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!