বাংলাদেশের সাথে স্থলসীমান্ত চুক্তি হয়েছে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কেন্দ্রে বিজেপির মতো এক মজবুত সরকার ছিল বলেই বাংলাদেশের সাথে বহু প্রতিক্ষীত স্থলসীমান্ত চুক্তি হয়েছে। তিনি বলেন, এই চুক্তির ফলে বহু মানুষের উপকার হয়েছে। তবে কিছু সমস্যা থেকে গেলেও আগামি মিনে সেই সমস্যা মিটে যাবে। গত শুক্রবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে এক জনসভায় মোদি বলেন, আপনারা ভাবুন, সাড়ে চার বছর আগে আপনারা যদি একটি শক্তিশালী সরকারকে ক্ষমতায় না আনতেন তবে ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা আজও মিটত না। এই সমস্যা আমাদের সরকারই সমাধান করেছে। আর এর সুফল হাজার হাজার পরিবার পাচ্ছে। যেসব পরিবারে এখনও কিছু সমস্যা রয়ে গেছে, তাদের সমস্যা দূরীকরণেও সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ৩১ ডি জাতীয় সড়কের ফলাকাটা-সলসলাবাড়ী অংশে চার লেন সড়কের ভিত্তি প্রস্তার স্থাপন করে মোদি বলেন, এই প্রকল্প শেষ হয়ে গেলে শিলিগুড়ি থেকে যাতায়াতা করাটা অনেক সহজ হয়ে যাবে। নেপাল ও বাংলাদেশ সাথে সংযোগ রক্ষার জন্য এশিয়ান হাইওয়ে-২ এবং এশিয়ান হাইওয়ে-৪৮ সহ হাজার হাজার কোটি রুপির প্রকল্পগুলোর কাজও কেন্দ্র সরকার শুরু করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!