বাংলাদেশে ৩ করোনা রোগী সনাক্ত
ডেস্ক রিপোর্ট : অবশেষে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের উহান থেকে বিশের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আড়াইমাস পর দেশে প্রথমবারের মতো এই ভাইরাসে তিনজন আক্রান্ত বলে নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা রোববার বিকেলে এক সংবাদ সন্মেলনে এসে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন, এই তিন জনের মধ্যে দুইজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। আর তাদের মধ্যে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তিনি আরো বলেন, আক্রান্ত এই তিন জনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। আমরা আশংকা করছি না আরো ছড়িয়ে পড়বে এই ভাইরাসটি। তবে প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই।
তিনি এসময় পরামর্শ দিয়ে আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে যাবেন না। করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এমনকি আইসোলেশেন ইউনিটও করা হয়েছে।