বাংলাদেশ-ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ-ভারতীয় সহকারি হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশ-ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দু’দেশের বন্ধুসূলভ সম্পর্ক বজায় আছে, এটি বজায় থাকবে।
আজ বেলা সাড়ে ১১ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সঞ্জিব কুমার ভাটি উপরোক্ত কথা বলেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র, প্রবীন সাংবাদিক রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম, পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ। পরে পাবনা প্রেসক্লাবকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ৩ টি কম্পিউটার প্রদান করা হয়।