বাংলা নববর্ষ উদযাপনে আটঘরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও শিল্পকলার শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে, লোকজ নৃত্য, রাখি বন্ধন, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আবহন করা হয়। এর আগে শোভাযাত্রা বের করা হয়।
সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদর দেবোত্তর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশনেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চলসহ সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ।
Spread the love