বাকাসস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
মিজনা তানজিল, পাবনা : ২২ ডিসেম্বর ২০১৮ সকাল ৮:৩০ ঘটিকার সময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), পাবনা জেলা শাখার নিজস্ব জমিতে “বাকাসস ভবন” এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোঃ জসিম উদ্দিন জেলা প্রশাসক, পাবনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাবনা। আরোও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ.কিউ.এম ইয়াছিন আলী, স্বাধীনতা সরকারী চাকুরীজীবী পরিষদের সভাপতি এস.এম তোফাজ্জেল হোসেন, ইউনিয়ন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইউপি সচিব সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, চতুর্থ শ্রেণির ডিসি অফিস ইউনিট শাখার সভাপতি জনাব মোঃ ইমদাদুল হক মিলন। এছাড়াও বাকাসস, পাবনা জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ ওয়াজেদ আলী, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুল কুদ্দুস, সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি এবিএম সফিকুল ইসলাম, কে.এম মাহবুব আলম, মোঃ আব্দুল বাছেদ, মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মহিউল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহঃ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, কোষাধক্ষ মোঃ মোতালেব হোসেন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।