‘বাহাদুরি’ ছবির গানে সাইমন-পরীমনি
বিনোদন: সাইমন সাদিক ও পরীমনি কিছুদিন পরই নতুন ছবি নিয়ে হাজির হবেন। ছবির নাম ‘বাহাদুরি’। শফিক হাসান পরিচালিত এ ছবিতে তাদের দর্শকরা দেখতে পাবেন। এর আগে ‘রানা প্লাজা’ নামে একটি ছবিতে একসঙ্গে তারা কাজ করলেও আইনি জটিলতায় ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে তাদের অভিনীত ‘পুড়ে যায় মন’ ছবিটি দর্শকরা বেশ পছন্দ করেন।
নতুন ছবি ‘বাহাদুরি’ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, বর্তমানে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ‘বাহাদুরি’ ছবির গানের দৃশ্যায়নের কাজ চলছে। ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। গানের দৃশ্যায়নে আমার সঙ্গে পরীমনিও অংশ নিয়েছেন।
এ ছবির বাইরে সাইমন ও পরীমনি ‘নদীর বুকে চাঁদ’ নামের একটি ছবিতেও কাজ করছেন। পরীমনিও নতুন ছবিগুলো নিয়ে দারুণ আশাবাদী।
‘বাহাদুরি’ ছবির পরিচালক শফিক হাসান বলেন, ছবির সকল দৃশ্যের শুটিং শেষে বর্তমানে রোমান্টিক গানের শুটিং চলছে। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন।
এস এস মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে আরো একটি জুটি অভিনয় করছেন। তারা হলেন চিত্রনায়ক জায়েদ খান ও নবাগত মৌ খান। আর এ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন মিশা সওদাগর।